শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না : ড. খলিলুর রহমান আমরা ধর্মচর্চা করবো,অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা : ধর্ম উপদেষ্টা কক্সবাজার-মহেশখালী নৌ রুটে পরীক্ষামুলক সী ট্রাক চলাচল শুরু চকরিয়ায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন মঙ্গল জলে মাতোয়ারা রাখাইন তরুণ-তরুণী টেকনাফের ‘হ্যান্ড গ্রেনেড’টি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করল সেনা বাহিনী মুক্তিপণ পেয়েও অপহৃত ভাগিনাকে হত্যা; মামা গ্রেপ্তার প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঈদগাঁওতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোর নিহত

২ রোহিঙ্গা নেতা হত্যা ঘটনায় মামলা : গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারির গুলিতে ২ রোহিঙ্গা নেতা নিহতের ঘটনায় মামলা হয়েছে। একই সঙ্গে মামলায় এজাহারনামীয় ৩ আসামীকে গ্রেফতার করে এপিবিএন।

নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ ৭-৮ জনকে অজ্ঞাত আসামী করে বৃহস্পতিবার সকালে উখিয়া থানায় মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কর্মকর্তা মো. কামরান হোসেন জানিয়েছেন, মঙ্গলবার (০৯ আগস্ট) রাতে গুলিতে নিহত হন ক্যাম্প ১৫ এর সি ব্লকের হেড মাঝি আবু তালেব ও সি/৯ সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেন। এদের মৃতদেহ ময়না তদন্তে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে নিহতের জানাযা শেষে ক্যাম্প-১৫ এর ডি ব্লক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, একই ক্যাম্পের সোনা মিয়ার ছেলে এজাহারের ৪ নম্বর আসামী সাহ মিয়া (৩২), জাফর আলমের ছেলে এজাহারের ৫ নম্বর আসামী মোঃ সোয়াইব (১৯), রশিদ আহমেদের ছেলে এজাহারের ৩ নম্বর আসামী জাফর আলম (৫৪)।

এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান এপিবিএন এর কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888