বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রামুতে হাত-পা বেঁধে উপর্যূপুরি ছুরিকাঘাতে এক ইজিবাইক চালককে হত্যা করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান ফ্যাক্টরীর পাশে এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যাকান্ডের শিকার ইজিবাইক চালক জাফর আলম (৪৫) কক্সবাজার সদর উপজেলা ভারুয়াখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের করিম সিকদারপাড়া এলাকার মৃত আবদুল গনির ছেলে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন- বুধবার বেলা ১১ টার দিকে প্রধান সড়কের পাশর্^বর্তী ঝোপের মধ্যে একটি মৃতদেহ দেখতে পেয়ে তাকে অবহিত করে স্থানীয় লোকজন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন, হাত-পা বেঁধে উপর্যূপুরি শরীরে ছুরিকাঘাতে খুন হওয়া একজনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে তার পরিচয় স্থানীয়দের মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আর হত্যাকান্ডের রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।
নিহত জাফর আলমের ভাতিজা জায়তুন নুর জানান- জাফর আলম কিস্তিতে নেয়া একটি মিনি টমটম (ইজিবাইক) চালিয়ে সংসার চালাতেন। তিনি ২ ছেলে, ১ মেয়ের জনক। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন একেবারেই নিঃস্ব হয়ে পড়লো। তিনি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
উল্লেখ, এ ঘটনার মাসখানেক পূর্বে রামুর খুনিয়াপালংয়ে এক কিশোর চালককে হত্যা করে টমটম ছিনতাই করে সংঘবদ্ধ চক্র। পরে র্যাবের অভিযানে ওই হত্যাকান্ডে জড়িতরা ধরা পড়লেও বন্ধ হয়নি ছিনতাই আর চালককে হত্যার মতো বর্বর ঘটনা। এছাড়াও গত ১ সপ্তাহ পূর্বে রামু উপজেলার ঈদগড়ে শহিদুল ইসলাম নামক এক মোটর বাইক চালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। একের পর নির্মম হত্যাকান্ড, ছুরি- ছিনতাইয়ের ঘটনায় জনমনে বিরাজ করছে উদ্বেগ-উৎকন্ঠা।
.coxsbazartimes.com
Leave a Reply