রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় ৮০ হাজার টাকা মূল্যের নকল জাল নোটসহ একজনকে আটক করেছে পুলিশ।
পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার বিকাল ৪ টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক গুলদি স্টেশন সংলগ্ন ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মোহাম্মদ শফি (৪২) পেকুয়া সদর ইউনিয়নের সরকারি ঘোনা এলাকার মৃত মোজাহের আহাম্মদের ছেলে।
শেখ মোহাম্মদ আলী বলেন, বৃহস্পতিবার বিকালে পেকুয়া সদরের সাবেক গুলদি স্টেশন সংলগ্ন ব্রিজ এলাকায় জাল টাকার নোটসহ কতিপয় লোকজন অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ২ জন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়।
” আটক ব্যক্তির দেহ তল্লাশী করে কোমরে লুঙ্গির ভাঁজে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় এক হাজার টাকার ৮০ টি জাল নোট। “
ওসি বলেন, ” ঈদকে সামনে রেখে জাল টাকার সিন্ডিকেটের একটি চক্র বাজারে সক্রিয় রয়েছে। চক্রটি ঈদ বাজারে ক্রেতা-বিক্রেতার ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার মাধ্যমে জাল টাকার নোট ছড়িয়ে দিচ্ছে। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।
.coxsbazartimes.com
Leave a Reply