শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন
পহেলা বৈশাখ ১৪২৯ বাংলা উপলক্ষে এক মিলনমেলা ও বৈশাখী অনুষ্ঠান আয়োজন করে ফ্রান্সে বসবাসরত রামু- কক্সবাজারের বাঙ্গালী বৌদ্ধরা।
১৪ এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুর ১২টায় খধ ঈড়ঁৎহবাঁব ঝরী জড়ঁঃবং চধৎপ মাঠ প্রাঙ্গণে বুদ্ধ স্নানের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। বুদ্ধ স্নান শেষে পান্তা- ইলিশের আয়োজন শেষে বিশেষ দিনটি উপভোগ করার জন্য বাঙ্গালী সংস্কৃতির নানান আয়োজনে জ্ঞাতিগণের সাথে মতবিনিময় করেন তাঁরা।
তাঁরা জানান, বিদেশে থেকেও বাংলাদেশ ও বাঙালীদের প্রতি ভালোবাসা জানাতে এ আয়োজন। এতে উপস্থিত ছিলেন ফ্রান্সে বসবাসরত পিযুষ বড়ুয়া, স্বন্দেশ বড়ুয়া ও তার সহধর্মিণী বাধন বড়ুয়া, সানু বড়ুয়া, খোকন বড়ুয়া, সুবাষ বড়ুয়া, রুবেল বড়ুয়া, অনুপম বড়ুয়া, সোহেল বড়ুয়া, সোহেল বড়ুয়া(২), সোহাগ বড়ুয়া, সিদুল বড়ুয়া, কিশোর বড়ুয়া, নিশাত বড়ুয়া, আকাশ বড়ুয়া, ইমন বড়ুয়া, মিঠু বড়ুয়া, উন্নয়ন বড়ুয়া, স্বপ্নীল বড়ুয়া, দিপন বড়ুয়া প্রমুখ।
.coxsbazartimes.com
Leave a Reply