শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নাফ নদীর জলসীমায় ‘গোলাগুলির পর’ এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫৪ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি; এসময় পাচারকাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়েছে।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শনিবার ভোররাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাফ নদীর জালিয়ারদ্বীপ জলসীমায় এ অভিযান চালানো হয়।
আটকরা হল, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার মংডু থানার রোহিঙ্গা ডং এলাকার মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. জুবায়ের আহমদ (২২) এবং একই জেলার নাগপুরা থানার ধাওনখালী এলাকার মৃত আব্দুল গণির ছেলে মো. রফিক (২৩)।
শেখ খালিদ বলেন, শনিবার ভোররাতে নাফ নদীর টেকনাফের জালিয়ারদ্বীপ জলসীমা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবিট দুইটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমারের শোয়ারদ্বীপ এলাকা থেকে হস্তচালিত একটি নৌকা জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে বাংলাদেশের জালিয়ারদ্বীপের দিকে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিত টের পেয়ে নৌকাটির দিক পরিবর্তন করে মিয়াননার সীমান্তের দিকে পালিয়ে পালানোর চেষ্টা চালায়।
” এসময় বিজিবির সদস্যরা নৌকাটি লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে নৌকায় থাকা একজন লাফ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে পাচারকাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করে দুইজনকে আটক করতে সক্ষম হয়। নৌকাটিতে তল্লাশী চালালে পাটাতনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৫৪ হাজার ইয়াবাসহ পাওয়া যায়। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি ৯৭ লাখ টাকা। “
আটকদের বিরুদ্ধে সংশ্লষ্টি আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান শেখ খালিদ।
.coxsbazartimes.com
Leave a Reply