শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে এসেছে; এতে ৩০ টি বসত ঘর এবং ১৫ টি দোকান ভস্মিভূত হয়েছে বলে প্রাথমিক তথ্যেও বরাতে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে কোন হতাহত নেই।
শুক্রবার দুপুর সোয়া ১ টায় উখিয়ার উপজেলার টিভি টাওয়ার সংলগ্ন কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম।
আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারলেও ঘটনায় ক্যাম্পের ৩০ টি বসত ঘর এবং ১৫ টি দোকান পুড়ে গেছে বলে সংশ্লিষ্টদের দেওয়া প্রাথমিক তথ্যে জানা যায়।
শরীফুল বলেন, শুক্রবার দুপুর সোয়া ১ টায় কক্সবাজার-টেকনাফ লাগোয়া উখিয়া উপজেলার টিভি টাওয়ার সংলগ্ন কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি স্থাপনায় আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে আগুন আশপাশের বসত ঘর ও দোকানপাটে ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আগুন লাগার খবরে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনা পৌঁছে। এছাড়াও কক্সবাজার ও রামু থেকে ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দেয়।
“ প্রায় এক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আগুন লাগার ঘটনায় অন্তত ৩০ টি বসত ঘর ও ১৫ টি দোকান পুড়ে গেছে। ”
তিনি বলেন, “ আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এয়াড়া চুড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণে কাজ চলছে। ”
অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল জানান, ফায়ার সার্ভিস কর্মিদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক, এপিবিএন পুলিশ ও সাধারণ মানুষ প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন লাগার কারণ জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
.coxsbazartimes.com
Leave a Reply