বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি বলেছেন, তার দেশের অবকাঠামো ও সীমান্ত রক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া।
এ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদকে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, তারা ইউক্রেইনের সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানোর কথা স্বীকার করেছে, তবে কোনো শহরের ওপর হামলা করার অভিযোগ অস্বীকার করেছে।
রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, ইউক্রেইনের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে আক্রমণ পরিচালনা করছে তারা।
ইউক্রেইনের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশ করা একটি ছবিতে রাজধানী কিয়েভে বড় ধরনের একটি বিস্ফোরণের দৃশ্য এসেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সকালে ইউক্রেইনের দনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেওয়ার পর কিয়েভসহ ইউক্রেইনের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়ার কথা জানিয়েছে সিএনএন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রক্তপাতের পথ বেছে নিয়েছেন, এই পদক্ষেপের ‘সমুচিত জবাব’ দেবে যুক্তরাজ্য ও তার মিত্ররা।
.coxsbazartimes.com
Leave a Reply