শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সর্দারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার সকালে সাড়ে ৮টার দিকে কুতুপালং ক্যাম্প-২ ইস্ট, ব্লক বি ডব্লিউ/৫ এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম (৬০), মৃত হাবিবুর রহমানের ছেলে। সে ক্যাম্প-২ ইস্ট, ব্লক বি ডব্লিউ/৫ আশ্রয় শিবিরের সাব মাঝি (সর্দার) হিসেবে দায়িত্বরত ছিলেন।
উখিয়াস্থ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক নাইমুল হক বলেন, কুতুপালং আশ্রয়শিবিরের ক্যাম্প ২ ইস্ট নিজ ব্লকে অবস্থান করছিলেন আবুল কালাম। রোববার সকালে অজ্ঞাতনামা বেশ কয়েকজন দুষ্কৃতিকারি এসে আবুল কালামকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
“পরে আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় আইওএম হাস্পাতাল পরে কক্সবাজার সদর হাসপাতাল প্রেরন করা হয়। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে আবুল কালাম মারা যান।”
অধিনায়ক নাইমুল হক বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যা প্রাথমিকভাবে জানা গেছে। তবে এঘটনায় জড়িতদের বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে এবং মামলাও প্রক্রিয়াধীন রয়েছে। সুতরাং ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply