শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. ইদ্রিসকে আটক করেছে র্যাব ১৫। একই সময় রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচার করে নিয়ে যাওয়ার সময় ৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৬ জন নারী ও একজন পুরুষ রয়েছে।
আটক ইদ্রিস চট্টগ্রামের লোহাগাড়া এলাকার আহমদ কবিরের পুত্র।
শুক্রবার বিকালে র্যাব ১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন র্যাব- ১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার বলেন, পাচারকারীরা প্রলোভনে ফেলে রোহিঙ্গাদের পাশ্ববর্তী দেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে টেকনাফ- কক্সবাজার সড়কে তল্লাশী চালিয়ে ইদ্রিসকে আটক করে ৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন আরো দুইজনের নাম জানিয়েছেন ইদ্রিস। যারা ইদ্রিসের মানবপাচার চক্রের সদস্য। এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
.coxsbazartimes.com
Leave a Reply