শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঃ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে এক লাখ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে এপিবিএন।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান।
আটক শামসু আলম (২৫) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়িরবিল এলাকার আবু শামার ছেলে।
শিহাব কায়সার বলেন, মঙ্গলবার রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১১ নম্বর রোহিঙ্গা এ-১ ব্লকের আইসিআরসি হাসপাতালের সামনের মাদকের চালান লেনদেনের জন্য মাদক পাচারকারি চক্রের কতিপয় লোকজন অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল সাদা পোষাকে অভিযান চালায়। এতে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে কাধের পিছনে ব্যাগ ঝুলানো অবস্থায় সন্দেহজনক এক যুবককে দেখতে পেয়ে থামানো হয়।
” এসময় সেখানে এপিবিএন এর পোষাকদারী কয়েকজন সদস্যও উপস্থিত হয়। পরে যুবকটির সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশী করে পাওয়া যায় ১ লাখ ইয়াবা। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এপিবিএন এর এ কর্মকর্তা।
.coxsbazartimes.com
Leave a Reply