শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের জাদিমুড়া ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)সদস্যরা।
বুধবার দুপুরে হ্নীলা ইউপি ঐ ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
আটক ডাকাতরা একই ক্যাম্পে বাসিন্দা সবির আহম্মদের ছেলে কেফায়েত উল্লাহ (২২), আজিমুল্লাহ ছেলে মোহাম্মদ আলম (২৫), নাদির হোসেনের ছেলে জাকির আহাম্মদ (৪১), লাল মিয়ার ছেলে সামশু (৩২) ও শালবাগান ক্যাম্পের মৃত হাসানের ছেলে নুর মোহাম্মদ (২৫)।
এপিবিএন পুলিশের দাবী, আটক রোহিঙ্গারা সক্রিয় রোহিঙ্গা ডাকাত।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৭এর ব্লক-এ/৩ এলাকায় ডাকাতি প্রস্তুতি নিচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করতে সক্ষম হয়।ধৃতদের কাছ থেকে দেশীয় চারটি বিভিন্ন সাইজের রামদা পাওয়া যায়।তিনি আরো বলেন,উদ্ধারকৃত রামদাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply