শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে ১৪৪ ধারা জারি করায় শহীদ সরণিতে সমাবেশ করেনি জেলা বিএনপি ও জেলা যুবলীগ। সকাল থেকে আইন-শৃংখলা বাহিনীর কঠোর নজরদারি ছিল ওই এলাকায়।
তবে বিএনপির নেতাকর্মিরা সকাল সাড়ে ৯ টা থেকে জড়ো হতে শুরু করে কক্সবাজার কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে। যেখানে সাড়ে ১০ টার আগে পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সেখানে তিনি বক্তব্য রাখা শুরু করেন।
এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে টেলে দেওয়া হচ্ছে। আর যারা এই জন্য দায়ী তাদের প্রতি আমাদের ঘৃণা।
কিন্তু তিনি বক্তব্য রাখার ৭/৮ মিনিটের মাথায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সমাবেশস্থলে গিয়ে বিএনপির নেতাকর্মিদের সরিয়ে দেয়। এতে সমাবেশটি কার্যত পন্ড হয়ে যায়।
অপরদিকে কক্সবাজার জেলা যুবলীগের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিরা পাবলিখ লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে অবস্থান নিয়েছে।
তারা জানিয়েছে, প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা কোন কর্মসূচী পালন করবে না। তবে সারাদিন তারা মাঠেই অবস্থান করবেন। কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরী তা প্রতিহত করবে।
.coxsbazartimes.com
Leave a Reply