রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : পশ্চিমাকাশে লাল বৃত্তের সূর্য্যটির সাগরজলে অস্তের মধ্য দিয়ে শেষ হয়েছে একটি বছর। আর সেই সূর্য্যকে বিদায় জানিয়ে সুন্দর আগামী ও নিরাপদ কক্সবাজার প্রত্যাশা করেছেন লাখো পর্যটক। পর্যটকরা কক্সবাজারের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে তা অব্যাহত রাখার দাবি করেছেন। ট্যুরিস্ট পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগত পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজে করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। এর মধ্যে পর্যটকদের নিরাপত্তা ও ভোগান্তি রোধে হট লাইন সেবা নিয়ে মাঠে নেমেছে ছাত্রলীগ।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। স্বচ্ছ জলরাশির গোধূলী লগ্নের দৃশ্য এটি। পশ্চিমাকাশে বৃত্ত লাল হয়ে যুবে যাচ্ছে ২০২১ সালের শেষ সূর্য্যটি। আর সেটিকে ঘিরে বিস্তৃত সৈকতের বালিয়াড়ি জুড়ে জনারণ্য। এসব পর্যটকের প্রত্যাশা। দু:খ-ঘøানি মুছে সুন্দর আগামীর। আর বলেছেন, কক্সবাজারের পর্যটন যেন নিরাপদ থাকে।
সম্প্রতি অব্যবস্থাপনা, ধর্ষণ, সৈকতে নারীদের জন্য আলাদা জোন দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে পর্যটন নগরী কক্সবাজার। কিন্তু এরই মধ্যে ইংরেজী বর্ষবিদায় ও বরণকে কেন্দ্র করে কক্সবাজারে ছুটে এসেছে দেশি-বিদেশি দেড় লাখের কাছাকাছি পর্যটক। এসব পর্যটক কক্সবাজারের বতর্মান নিরাপত্তা ব্যবস্থা ও আবাসিক যাপনের ভাড়া আর খাদ্যমূল্য নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
পর্যটকদের নিরাপত্তায় দুই শতাধিক ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে। আর পর্যটকদের নিরাপত্তা ও ভোগান্তি রোধে সহায়তার করার জন্য মাঠে নেমেছে ছাত্রলীগ। তারা চালু করেছে হট লাইন সেবা।
২০২১ করোনা মহামারি আর পর্যটন কেন্দ্রে নানা ঘটন-অঘটন নিয়ে কক্সবাজারের পর্যটন খাতে গেছে ক্রান্তিকাল। ২০২২ সালটিতে এই ধরণের নেতিবাচক প্রভাবের কালোছায়া যেন না পড়ে এমনটাই প্রত্যাশা সকলের।
.coxsbazartimes.com
Leave a Reply