শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য আগামি ৯ থেকে ১২ জানুয়ারি সময় ধার্য্য করেছে আদালত। কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে কার্যবিধি ৩৪২ ধারায় আসামির বক্তব্য গ্রহণ শেষে এ সময় নির্ধারণ করেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানিয়েছেন, ১৫ আসামি তাদের বক্তব্য লিখিতভাবে আদালতে জমা দিয়েছেন। আদালত তাদের সাথে আলাপ করেছেন। কেউ সাফাই সাক্ষি দিতে রাজী হননি। কার্যবিধি ৩৪২ ধারায় আসামির বক্তব্য গ্রহণ শেষ হওয়ায় যুক্তি-তর্কের দিন ধার্য্য করেছে। যুক্তি-তর্ক শেষে রায় ঘোষণা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এই কার্যক্রম শুরু হয়। বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত চলে কার্যক্রম।
গত ২৩ আগস্ট থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে সাক্ষ্যগ্রহণ এবং জেরা শুরু হয়ে ১ ডিসেম্বর শেষ হয়। যেখানে ৬৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এরপর ৬ ও ৭ ডিসেম্বর আসামিদের ৩৪২ ধারায় বক্তব্য গ্রহণ করা হয়।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
.coxsbazartimes.com
Leave a Reply