শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
সোমবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানান ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আটক আব্দুর রহিম ওরফে রইক্কা (৩৪) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের হাবিবুর রহমানের ছেলে। সে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সন্ত্রাসী গোষ্টি সালমান শাহ গ্রুপের সদস্য।
পুলিশ সুপার তারিকুল বলেন, সোমবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের কে ডি ব্লকস্থ বটতলা অপরাধ সংঘটনের উদ্দ্যেশে কতিপয় অস্ত্রধারী দূর্বৃত্ত অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সন্ত্রাসী দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এতে ধাওয়া দিয়ে এপিবিএন সদস্যরা একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
” পরে আটক ব্যক্তির দেহ তল্লাশী করে দেশিয় তৈরী একটি বন্দুক পাওয়া যায়। “
এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, ” আটক আব্দুর রহিম ওরফে রইক্কা একজন চিহ্নিত সন্ত্রাসী। সে রোহিঙ্গা সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি ও মারামারি সহ নানা অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার তারিকুল।
.coxsbazartimes.com
Leave a Reply