শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চকরিয়া ও টেকনাফের ৯ ইউনিয়নে ৬২৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া ও টেকনাফের ৯ ইউনিয়নে ৬২৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছেন। যেখানে চেয়ারম্যান পদে ৬৮, সংরক্ষিত নারী সদস্য পদে ১২৩ এবং সাধারণ সদস্য পদে ৪৩২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এসব প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদত হোসেন।

তিনি জানান, চতুর্থ ধাপে ঘোষিত তফশিল মতে, আগামি ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর চকরিয়ার এই ৮ ইউনিয়ন সহ কক্সবাজারের ৯ ইউনিয়ন ও ১ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। ৭ ডিসেম্বর প্রতিক বরাদ্ধ দেয়া হবে।

চকরিয়া :

চকরিয়া উপজেলার ৮ টি ইউনিয়নে মোট ৫২৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। যার মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫৫ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ১০৩ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ৩৬৫ জন।

ডুলহাজারা ইউনিয়নে মোট ৮৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। যেখানে চেয়ারম্যান প্রার্থী ১১ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ১৩ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ৬২ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মোহাম্মদ নাঈম, আওয়ামীলীগের প্রার্থী মো. শাহনেওয়াজ তালুকদার, গিয়াস উদ্দিন, মো. হাসানুল ইসলাম আদর, মুহাম্মদ মাহবুবুর রহমান, সোহেল মাহমুদ, এমরানুল হক, জাতীয় পার্টির প্রার্থী নুরুল আমিন, মোহাম্মদ সেলিম ও কলিম উল্লাহ।

চিরিংগা ইউনিয়নে মোট ৫৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। যেখানে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ১৩ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ৪০ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, কে এম সালাহউদ্দিন, জসিম উদ্দিন, আওয়ামীলীগের প্রার্থী মো. শাহনেওয়াজ রুমেল, নাজের হোছাইন, মোহাম্মদ করিম, জামাল হোসেন চৌধুরী।

ফাঁশিয়াখালী ইউনিয়নে মো ৭১ জন প্রার্থী মনোনয়ন্ পত্র দাখিল করেছেন। যেখানে চেয়ারম্যান প্রার্থী ১০ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ১২ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ৪৯ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মো. কুতুব উদ্দিন, নুর মোহাম্মদ, জাতীয় পার্টির প্রার্থী বদরুচ্ছালাম, আবুল মনসুর মো. মহসীন, এহসানুল করিম, আওয়ামীলীগের প্রার্থী হেলাল উদ্দিন, হামিদ হোসেন, শওকত ইসলাম, মুফিজ উদ্দিন।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। যেখানে চেয়ারম্যান প্রার্থী ২ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ১১ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ৩৩ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের প্রার্থী আজিজুল হক আজিজ এবং ফেরদৌস আহমদ।

বুমবিলছড়ি ইউনিয়নে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। যেখানে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ৮ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ২২ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আবদুল মতলব, আওয়ামীলীগের প্রার্থী মনজুরুল কাদের, মো. কফিল উদ্দিন।

হারবাং ইউনিয়নে মোট ৬৬ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। যেখানে চেয়ারম্যান প্রার্থী ১১ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ১৫ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ৪০ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ছৈয়দ নুর, জয়নাল আবেদীন, জাহেদুল ইসলাম, জহির উদ্দিন আহমদ বাবর, বুরহান রহমান, মুজিবুর রহমান বাদশা, মুরাদ উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগের প্রার্থী মেহরাজ উদ্দিন, মোহাম্মদ শুয়াইব, সাবের আহমদ, সাইদুল ইসলাম।

বরইতলি ইউনিয়নে মোট ৬৯ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। যেখানে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ১৩ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ৫০ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের প্রার্থী এটিএম জিয়াউদ্দীন চৌধুরী জিয়া, মো. রফিক আহমদ ছিদ্দিকী, জালাল আহমদ সিকদার, মো. ছালেকুজ্জামান, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ শাহীন মুরাদ।

খুটাখালী ইউনিয়নে মোট ৯৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। যেখানে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ১৮ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ৬৯ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের প্রার্থী মোহাম্মদ বেলাল, মুহাম্মদ আবদুর রহমান, মোকয়েস, এসএম মনজুর আলম, মো. রিহাবুল আলম ও ইসলামী আন্দোলনের প্রার্থী আজিজুল হক।

টেকনাফ :

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে মোট ১ শত প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। যেখানে চেয়ারম্যান প্রার্থী ১৩ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ২০ জন, সাধারণ সদস্য প্রার্থী ৬৭ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আমজাদ হোসেন, মোহাম্মদ ইসমাইল, জাফরুল ইসলাম, ইসলামী আন্দোলনে প্রার্থী ওমর ফারুখ, আবদুর রহমান, আওয়ামীলীগের প্রার্থী আজিজ উদ্দিন, মোক্তার আহমদ, মো. রাকিফুল্লাহ, মো. সিকান্দর, হাসিনা আহমদ, হোছন আহমদ, জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিন, হেলাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888