শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০০ অপরাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের আলীখালী লবণ মাঠ এলাকায় একটি ব্যাগের ভেতর থেকে ৫কোটি টাকার মূল মানের১কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার রাতে হ্নীলা ইউপি ঐ এলাকা থেকে আইসগুলো উদ্ধার করা হয়।
বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।
তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান লেদা বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম-১১হতে দেড় কিলোমিটার দক্ষিণে আলীখালী সোলার প্রজেক্ট সংলগ্ন লবণ মাঠ এলাকা দিয়ে পাচার হবে।এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কৌশলে অবস্থান নেয়।কিছুক্ষণ পর ২/৩জন দুষ্কৃতকারী ব্যক্তিকে একটি সাদা চটের ব্যাগ নিয়ে লবণ মাঠের দিকে আসতে দেখে। টহলদল দেখা মাত্র তাদের চ্যালেঞ্জ করে।ঔই ব্যক্তিরা দূর হতে বিজিবি সদস্যদের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের সাথে থাকা ব্যাগটি ফেলে দিয়ে রাতের অন্ধকারে সুযোগ নিয়ে পাশ্ববর্তী রঙ্গিখালী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে উক্ত স্থান থেকে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে৫কোটি টাকার মূল্য মানের১কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।তিনি আরো জানান,উদ্ধারকৃত মালিক বিহীন ক্রিস্টাল মেথ আইস গুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে ষ্টোরে জমা রাখা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply