শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভিক্ষু হত্যার চেষ্টার দায়ে আরেক ভিক্ষুর ৫ বছর কারাদন্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরের উইমাতা বৌদ্ধ বিহারের পুরোহিত ভিক্ষুকে বিহারটির আরেকজন ভিক্ষু কর্তৃক হত্যা চেষ্টার দায়ে পাঁচ বছর স্বশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সাজারও আদেশ দেয়া হয়।

মঙ্গলবার বিকালে কক্সবাজারের চিফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালত এ আদেশ দেন বলে জানান আদালতটির ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. আশেক এলাহী শাহজাহান নূরী।

সাজাপ্রাপ্ত মংয়েন রাখাইন (৪৭) কক্সবাজার শহরের ক্যাং পাড়ার মৃত আহ্লা মং রাখাইনের ছেলে। তিনি কক্সবাজার শহরের অগ্গমেধা ক্যাং সংলগ্ন উইমাতারা ক্যাং এর আবাসিক ভিক্ষু ছিলেন।

মামলার ও রায়ের আদেশের নথির বরাতে চিফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান নূরী বলেন, ২০১৬ সালের ১৩ জুলাই ভোরে আসামী মংয়েন রাখাইন কক্সবাজার শহরের উইমাতারা ক্যাংয়ের দ্বিতীয় তলায় প্রবেশ করে পুরোহিত ভিক্ষু উথান্ডিতা মহাথের ( ৮২) কে হত্যার উদ্দ্যেশে লাঠি দিয়ে মারধর করে। হামলায় পুরোহিত ভিক্ষুর মাথা ফেটে  মারাত্বক জখম হয়। ওই ঘটনায় ক্যাংটির মন্দির পরিচালনা কমিটির সভাপতি মংচাচিং রাখাইন বাদি হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন।

“ মামলাটি তদন্ত করে ওই বছরের ২১ নভেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও কক্সবাজার সদর থানার তৎকালীন এসআই  মো. মাঈন উদ্দিন।তিনি (মাঈন উদ্দিন) বর্তমানে পিরোজপুর জেলায় ইনস্পেক্টর হিসেবে কর্মরত। “

আদালতের এ প্রশাসনিক কর্মকর্তা বলেন, “ মামলাটির তদন্তের এক পর্যায়ে বান্দরবান জেলার লামা থেকে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগপত্রের তথ্য মতে, ওই ক্যাংয়ের কিছু পরিমান জমি আসামী পক্ষের মালিকানাধীন রয়েছে। সেই সূত্রে আসামি মংয়েন রাখাইন ক্যাংটির পুরোহিতের দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু ক্যাং পরিচালনা কমিটি তাতে রাজী ছিলেন না। এ নিয়ে ক্ষোভের বশীভূত হয়ে ক্যাংয়ের দায়িত্বপ্রাপ্ত পুরোহিত ভিক্ষু উথান্ডিতা মহাথেরকে হত্যার উদ্দ্যেশে হামলা চালানো হয়েছিল। “

শাহজাহান নূরী বলেন, পুলিশের তদন্ত প্রতিবেদন আদালত আমলে নিয়ে মামলার বিচারকাজ শুরু করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামীর অপরাধ প্রমানিত হওয়ায় আদালত ৫ বছরে স্বশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া জরিমানা অনাদায়ে আসামিকে আরো ৩ মাসের সাজার আদেশও দেয়া হয়। রায় ঘোষণার সময় মামলার ভূক্তভোগী ও আসামি আদালতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888