শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় দুই লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
সোমবার বিকালে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খাইরুল ইসলাম।
আটকরা হল, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী হাকিম পাড়ার নুরুল আলমের ছেলে মো. তারেক (২০) এবং একই এলাকার মৃত মো. ফেরদৌসের ছেলে মো. দেলওয়ার হোসেন (২১)।
খাইরুল বলেন, সোমবার বিকালে টেকনাফ থেকে ট্রাকযোগে কতিপয় মাদক কারবারি ইয়াবার বড় একটি চালান নিয়ে আসার খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা এলাকায় পিআইপি অফিসের সামনে একটি অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করা হয়। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা সন্দেহজনক একটি মিনি-ট্রাক সেখানে পৌঁছলে থামিয়ে তল্লাশী চালানো হয়।এসময় মিনি-ট্রাকটির চালক ও সহকারি গাড়িটি থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এতে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে দুইজনকেই আটক করতে সক্ষম হয়।
” পরে ট্রাকটির চালকের সিটের সামনে পায়ের কাছে পলিথিনের একটি ব্যাগ পাওয়া যায়। এসময় ট্রাকের সহকারির কোলে পাওয়া যায় পলিথিনের আরেকটি ব্যাগ। ব্যাগ দুইটি খুলে পাওয়া যায় ২ লাখ ইয়াবা। এতে ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে ” বলেন, র্যাবের এ কর্মকর্তা।
খাইরুল জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply