শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ৮৪০টি ইউপিতে ভোট হবে। যার মধ্যে কক্সবাজার জেলার ৯ টি ইউনিয়ন এবং পৌরসভা রয়েছে। নির্বাচন কমিশন (ইসি) বুধবার (১০ নভেম্বর) এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
বুধবার নির্বাচন কমিশনের সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, এসব ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর।
এদিকে দেশের দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ৮৩৬টি ইউপিতে বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া তৃতীয় ধাপে দেশের এক হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। এর আগে প্রথম ধাপে ৩৬৪টি ইউপির নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
কক্সবাজার জেলায় চকরিয়া উপজেলার ৮ টি এবং টেকনাফ উপজেলার ১ ইউনিয়নে ভোট হবে। যার মধ্যে রয়েছে চকরিয়ার বুমবিলছড়ি, বরইতলী, চিরিংগা, ডুলহাজারা, ফাঁসিয়াখালী, হারবাং, খুটাখালী, সুরাজপুর-মানিকপুর, টেকনাফের বাহারছড়া।
.coxsbazartimes.com
Leave a Reply