শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে সেন্টমার্টিন দ্বীপে ঘুরলেন ১২ প্রতিনিধি

আবদুস সালাম, টেকনাফ : দেশের একমাত্র প্রবাল দ্বীপ কক্সবাজারের সেন্টমার্টিন ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রসহ চারটি দেশের কূটনীতিকেরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে এই চারজনসহ ১২ সদস্যের একটি দল সেখানে যান।

এই চার কূটনীতিক হলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী ও প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমদের মেয়ে শীলা আহমেদ প্রমুখ।

সোমবার সকাল ১০টার দিকে টেকনাফ স্থলবন্দরসংলগ্ন বাংলাদেশ কোস্টগার্ডের জেটি দিয়ে মেটালস সার্কে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হন প্রতিনিধিদলের সদস্যরা। বেলা ১১টার দিকে তাঁরা সেন্টমার্টিনে পৌঁছালে তাঁদের স্বাগত জানান সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার তারেক আহমেদ, বাংলাদেশ নৌবাহিনীর ইনচার্জ লে. সাইফুল ইসলাম, পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম ও সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ।

টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে চার দেশের কূটনীতিকদের সমন্বয়ে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল সেন্টমার্টিন সফর করেন। এ সময় সেন্টমার্টিন দ্বীপে অবস্থিত হুমায়ূন আহমদের রিসোর্ট সমুদ্রবিলাস, পশ্চিম সৈকতের কবরস্থানসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তাঁরা।

প্রতিনিধিদলটি সেন্টমার্টিন সফর শেষে বিকেলে মেটালস সার্কে (দ্রুতগতির স্পীডবোট) সেন্টমার্টিন ছেড়ে যান। তাঁদের রোহিঙ্গা শিবির পরিদর্শন এবং রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888