সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফে বস্তাবন্দি শিশু হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও অনুদান প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’ কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত টেকনাফে নিখোঁজ মেয়ে শিশুর বস্তিাবন্দি মরদেহ উদ্ধার ৩৫ হাজার ইয়াবা সহ পুলিশ কনস্টেবল সহ আটক ২ সেনা কর্মকর্তারা ম্যাজিষ্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত : মব জাষ্টিস নিন্দনীয় ৪৮ মামলার আসামী জিয়াবুলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র উদ্ধার টেকনাফে ৩১ দখলদারের থাবায় ১৪ বছরে নিশ্চিহ্ন ৩০০ বছরের পুরোনো বৌদ্ধ বিহার আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

‘সেফটি ট্যাংক পরিস্কার’ করতে গিয়ে দুই রোহিঙ্গার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় শরণার্থী ক্যাম্পে ‘সেফটি ট্যাংক পরিস্কার’ করতে গিয়ে দুই রোহিঙ্গার মৃত্যু এবং একজন আহত হয়েছে।

রোববার বিকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২৩ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান।

নিহতরা হল, উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২৩ ব্লকের বাসিন্দা নাজির হোসেনর ছেলে মোহাম্মদ সাদ্দাম (২৫) এবং বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-২২ ব্লকের বাসিন্দা নুরুল আমিন (২৭)।

এতে আহত হয়েছে, বালুখালী ১০ রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১২ ব্লকের বাসিন্দা মনির আহমেদের ছেলে কবির আহমেদ (৩০)।

স্থানীয়দের বরাতে শিহাব কায়ছার বলেন, সকাল থেকে উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে টয়লেটের সেফটি ট্যাংক পরিস্কার করছিল কয়েকজন শ্রমিক। এদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা শ্রমিকও ছিল।

“ বিকালে কাজের এক পর্যায়ে তিনজন শ্রমিক সেফটি ট্যাংকের ভিতরে পড়ে যায়। পরে সেখানে কাজে নিয়োজিত অন্য শ্রমিক ও স্থানীয়রা দুইজনকে মৃত অবস্থায় এবং একজনকে মূর্মুষাবস্থায় উদ্ধার করে। এরপর আহত শ্রমিককে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। ”

নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শিহাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888