শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আমরা ধর্মচর্চা করবো,অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা : ধর্ম উপদেষ্টা কক্সবাজার-মহেশখালী নৌ রুটে পরীক্ষামুলক সী ট্রাক চলাচল শুরু চকরিয়ায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন মঙ্গল জলে মাতোয়ারা রাখাইন তরুণ-তরুণী টেকনাফের ‘হ্যান্ড গ্রেনেড’টি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করল সেনা বাহিনী মুক্তিপণ পেয়েও অপহৃত ভাগিনাকে হত্যা; মামা গ্রেপ্তার প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঈদগাঁওতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোর নিহত আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

‘সেফটি ট্যাংক পরিস্কার’ করতে গিয়ে দুই রোহিঙ্গার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় শরণার্থী ক্যাম্পে ‘সেফটি ট্যাংক পরিস্কার’ করতে গিয়ে দুই রোহিঙ্গার মৃত্যু এবং একজন আহত হয়েছে।

রোববার বিকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২৩ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান।

নিহতরা হল, উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২৩ ব্লকের বাসিন্দা নাজির হোসেনর ছেলে মোহাম্মদ সাদ্দাম (২৫) এবং বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-২২ ব্লকের বাসিন্দা নুরুল আমিন (২৭)।

এতে আহত হয়েছে, বালুখালী ১০ রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১২ ব্লকের বাসিন্দা মনির আহমেদের ছেলে কবির আহমেদ (৩০)।

স্থানীয়দের বরাতে শিহাব কায়ছার বলেন, সকাল থেকে উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে টয়লেটের সেফটি ট্যাংক পরিস্কার করছিল কয়েকজন শ্রমিক। এদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা শ্রমিকও ছিল।

“ বিকালে কাজের এক পর্যায়ে তিনজন শ্রমিক সেফটি ট্যাংকের ভিতরে পড়ে যায়। পরে সেখানে কাজে নিয়োজিত অন্য শ্রমিক ও স্থানীয়রা দুইজনকে মৃত অবস্থায় এবং একজনকে মূর্মুষাবস্থায় উদ্ধার করে। এরপর আহত শ্রমিককে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। ”

নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শিহাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888