বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
সোয়েব সাঈদ, রামু : রামুতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নে বিকেএসপির (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) সংলগ্ন নির্মানাধীন টিটিসি প্রকল্পে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহত মোহাম্মদ শামীম (২৫) ভোলা জেলার চরফ্যাশন মেহজানপুর এলাকার আবদুল জলিলের ছেলে।
জানা গেছে- শামীর নির্মাণাধিন ভবনের সামনে একটি ডোবায় পানিতে রাখা মোটর ও ছড়িয়ে থাকা তার তুলে আনার জন্য নামে। এসময় আকষ্মিকভাবে বৈদ্যুতিক সংযোগ চালু হলে শামীম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রামু থানার এসআই কামরুল ইসলাম জানিয়েছেন- পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে স্থানীয় জনসাধারণ টিসিসি প্রকল্পের দায়িত্বরত ঠিকাদার ও সংশ্লিষ্টদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন।
.coxsbazartimes.com
Leave a Reply