রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ সৈকতে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২ বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবান শিশুদের বুদ্ধাঙ্ক মাত্রা চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জীবন সংগ্রামি লাইলার কম মূল্যের সবজির দোকান শিক্ষা কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

উখিয়ায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে : জেলা প্রশাসক

ইমরান আল মাহমুদ, উখিয়া: দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উখিয়ার পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ।

তিনি বলেন,উখিয়ার পাঁচ ইউনিয়নে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যান্য উপজেলার মতো উখিয়াতে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সকল প্রার্থীদের সৌহার্দপূর্ণ আচরণ প্রত্যাশা করছি। সকল প্রার্থীদের মধ্যে বন্ধুসূলভ আচরণ থাকলে অবাধ সুষ্ঠু নির্বাচনে কোনো সংঘাত হবেনা।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন,আগামী ১১নভেম্বর অনুষ্ঠিতব্য উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু করতে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। অনেক প্রার্থী মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবেনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বলেন,উখিয়ার পাঁচ ইউনিয়নের সকল চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা চালাতে হবে। আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোট কারচুপি করার চিন্তা স্বপ্নেও কল্পনা করবেন না। নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রার্থীদের মধ্যে বিভিন্ন ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ বিভিন্ন মতামত প্রদান করেন।

সভার শুরুতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন আচরণবিধিমালা উপস্থাপন করেন।

সভায় কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক,গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ,অতিরিক্ত পুলিশ সুপার(উখিয়া সার্কেল),উপজেলা সহকারী কমিশনার(ভুমি), উখিয়া থানার অফিসার ইনচার্জ, উখিয়া প্রেসক্লাব সভাপতি, অনলাইন প্রেসক্লাব সভাপতি সহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888