শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪

সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার’র উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : “হিংসা, বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ান” এই শ্লোগানকে ধারণ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার’র উদ্যোগে সাম্প্রদায়িকতা বিরোধী সম্প্রীতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে সাংস্কৃতিক জোটের বিভিন্ন সংগঠনের প্রায় দুইশত শিল্পী কর্মির প্রাণবন্ত উপস্থিতিতে শ্রুতি আবৃত্তি অঙ্গনের আবৃত্তির মাধ্যমে অনুষ্টানের সুচনা হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার’র সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমনের সঞ্চলনায় অনুষ্ঠিত হয় সম্প্রীতি সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ নজিবুল ইসলাম। বক্তব্য রাখেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী সদস্য এড.তাপস রক্ষিত ও কক্সবাজার থিয়েটারের বিশিষ্ট নার্ট্য নির্দেশক স্বাপন ভট্রাচার্য।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে চার মূলনীতি ভিত্তিতে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। যার অন্যতম স্তম্ভ ধর্ম নিরপেক্ষতা। স্বাধীনতার ৫০ বছর পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই মূলনীতি প্রতিষ্ঠা ও ডিজিটাল বাংলাদেশ গঠনের দিকে যখন এগিয়ে চলেছে। তখনই দেশকে অস্থিতিশীল করার জন্য কুচক্রী মহল সাম্প্রদায়িক হামলা চালিয়েছে। এদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এখন সময়ের দাবি।

সমাবেশে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সদস্য সুশান্ত পাল বাচ্চু, ডা. চন্দন কান্তি দাশ, সুবিমল পাল পান্না, এড. রিদুয়ান আলী, এম জসিম উদ্দিন, অনিল দত্ত, কল্লোল দে চৌধুরী, শহিদুল্লাহ শহিদ, বনানী চক্রবর্তী, এড. প্রতিভা দাশ, তাপস বড়ুয়া, রমজান আলী সিকদার, মিটন পাল, গিয়াস উদ্দিন গিয়াস, দেবাশীষ দাশ, সুমন দাশ, বাবু দুলাল চক্রবর্তী, শাহানা মজুমদার চুমকি, জুলফিকার আলী, হারুনুর রশিদ, নাসির উদ্দিন বিপু, ফরমান আলী, রিয়াজুল কবির বিন, ফয়সল হুদা, রাজিব দেব দাশ, আরাফাত সাইফুল আদর, আবছার উদ্দিন, তুষার ধর, বাবুল পাল, বিপুল সেন, সেলিম হোসেন লিটন, উত্তম পাল, সৌরভ দেব, সুমন চৌধুরী বাবু, প্রিয়া দত্ত, রাজিব বিশ্বাস, অজয় মজুমদার, মিশু দাশ গুপ্ত, রুনা বড়ুয়া, আমির উদ্দিন, সাগর পাল, আবুল কালাম, দোলন পাল, আজিজুল হাসান আজিজ, কাসেম আবেদিন, প্রিন্টু মল্লিক, অর্ণব মল্লিক, নয়ন চক্রবর্তী, মিশু দাশ গুপ্ত, মত্রী চক্রবর্তী, কাকন দে, অপি ভট্যাচার্য, সুজয় পাল, প্রিতম পাল, চিত্রপ্রিয়, ইলিয়াস মামুন, অরিন্দম বড়ুয়া উৎস, শ্রিমান পাল, তুষার ধর প্রমূখ।

সমাবেশ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি মিছিল শুরু হয়ে লাল দিঘীপাড় চত্বরে এসে সভাপতির বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিলে ব্যানার, ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে শ্রুতি আবৃত্তি অঙ্গন, কক্সবাজার আর্ট ক্লাব, ঝিনুকমালা খেলাঘর আসর, সৈকত খেলাঘর আসর, দরিয়া নগর সাংস্কৃতিক কেন্দ্র, বিজয় মূখ, সাদা কালো ব্যান্ড, বেলাভূমি খেলাঘর আসর, সিমুনিয়া খেলাঘর আসর, কক্সবাজার থিয়েটার, থিয়েটার আর্ট, গণমুখ থিয়েটার, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, সঙ্গীতায়তন, সৃজন সঙ্গীত ভূবন, হেমন্তিকা শিল্পী গোষ্ঠী, জাগো বাংলাদেশ ও ছায়ানীড়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888