সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার পূজা মন্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে কক্সবাজারে একজনকে আটকের ঘটনায় রাতভর কোন তথ্য দেননি কক্সবাজার জেলা পুলিশ।
বিষয়টি নিয়ে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি কথা বললেও কক্সবাজার জেলা পুলিশের পক্ষে গণমাধ্যমকর্মীদের দেয়া হয়নি কোন প্রকার তথ্য। বরং কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয় তোলা ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা গেলেও নিশ্চিত হওয়া যায়নি এই যুবকই ইকবাল সন্দেহে আটক।
ঘটনাটি স্বরাষ্ট্রমন্ত্রী ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজির মাধ্যমে জানা জানি হওয়ার পর রাদ ১১ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত কক্সবাজারের সংবাদকর্মীরা অবস্থান নেন পুলিশ সুপার কার্যালয়ের সামনে। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষে এব্যাপারে কোন কথাই বলেননি কেউ।
স্বরাষ্ট্রমন্ত্রী ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজির দেয়া তথ্য মতে, রাতে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে ইকবাল সন্দেহে একজনকে আটক করা হয়। আটক ইকবাল কুমিল্লার সেই ইকবাল কিনা আমরা এখনও শতভাগ নিশ্চিত নই। তার পরিচয় যাছাইয়ের জন্য কুমিল্লায় পাঠানো হয়। কুমিল্লা জেলা পুলিশই তার পরিচয় যাছাই করবে।
.coxsbazartimes.com
Leave a Reply