শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন
ইমরান আল মাহমুদ, উখিয়া: ইউপি নির্বাচনে উখিয়ায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। রোহিঙ্গা অধ্যুষিত হওয়ায় উখিয়ার প্রত্যেকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে সেভাবে এগোচ্ছি। তবে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে উখিয়ার পাঁচটি ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরা।
রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মোট ৩৯২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৭ জন ও সাধারণ সদস্য পদে ২৯৯ জন প্রার্থী স্ব স্ব রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
উখিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে ১নং জালিয়া পালং ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৫১ জন।
২নং রত্নাপালং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন।
৩নং হলদিয়া পালং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৭১ জন।
৪নং রাজাপালং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৬২ জন।
৫নং পালংখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৭ অক্টোবর। মনোনয়নপত্র যাছাই বাছাই ২০ অক্টোবর। যাছাই বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর সারাদেশে দ্বিতীয় ধাপে ৮৪৮ টি ইউনিয়ন পরিষদের সাথে উখিয়ার ৫ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
.coxsbazartimes.com
Leave a Reply