শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরের খুরুশকূল ইউনিয়নের তেতৈয়ায় সাবেক জামাত-শিবির নেতা ও বর্তমানে ‘এবি পার্টির’ কেন্দ্রিয় নেতা জাহাঙ্গীর কাশেমের বিরুদ্ধে এক ব্যক্তির জমি জবরদখল, বাড়ী ভাংচুর, লুটপাট ও হামলার অভিযোগে কাফনের কাপড় গায়ে আমরণ অনশন কর্মসূচী পালন করছে ভূক্তভোগী পরিবার।
বুধবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় সড়কে ভূক্তভোগী চাষী দিদারুল আলম স্ত্রী-সন্তানদের নিয়ে এ কর্মসূচী শুরু করেন। রাত সাড়ে ৯ পর্যন্ত (এ রিপর্োট লেখা পর্যন্ত) অনশন অব্যাহত রেখেছেন।
দিদারুল আলম কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের তেতৈয়া সওদাগর পাড়ার সুলতান আহমদের ছেলে।
আমরণ কর্মসূচীতে দিদারুল বলেন, বিগত ১৯৮৪ সালে জনৈক মোহাম্মদ মিয়ার কাছ থেকে তার বাবা ২ একরের বেশী জমি কিনেন। সেই সূত্রে জমির লাগোয়া আরো দুই একর খাস জমি তারা অধ্যাবদি ভোগদখল করে আসছিল। গত ৫/৬ বছর আগে থেকে তিনি ( দিদারুল ) পরিবার নিয়ে বসবাস করছিল।
তিনি অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় জমির মূল্যও বেড়ে যায়। এতে ওই জমির প্রতি লোলুপ দৃষ্টি পড়ে জামাত-শিবিরের সাবেক নেতা ও বর্তমান এপি পার্টির কেন্দ্রিয় নেতা জাহাঙ্গীর কাশেমের। গত ৩ জানুয়ারী রাতের আঁধারে একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে বাড়ী ভাংচুর, লুটপাট ও হামলা চালিয়ে ওই জমি জবরদখল করে তার পরিবারকে উচ্ছেদ করেছে। সেই থেকে দূর্বৃত্তদের প্রাণনাশের হুমকির কারণে তিনি পরিবার সহ এলাকা ছাড়া।
তাই জমি দখলমুক্ত সহ ঘটনার ন্যায়-বিচারের দাবিতে স্ত্রী-সন্তানকে নিয়ে গায়ে কাফনের কাপড় পরে আমরণ অনশন করতে বাধ্য হয়েছেন বলে জানান দিদারুল।
.coxsbazartimes.com
Leave a Reply