শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের চাকমারকুল ক্যাম্প এলাকা থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুকসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছ এপিবিএন।
সোমবার ভোররাতে হোয়াইক্যং ইউপি চাকমারকুল ক্যাম্প এলাকা থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
এরা হলেন, একই ক্যাম্পের ব্লক-এ/৬ বাসিন্দা রোহিঙ্গা সন্ত্রাসী মোঃ আয়ুবের ছেলে মোঃ হারেছ (৩৫) ও মোঃ ফাহেদ (২০)।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাকমারকুল ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল ক্যাম্পে ব্লক-বি/৭ ৪৫৮নম্বর,তোহা ঘরে কয়েকজন রোহিঙ্গা ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।এমন তথ্যে অভিযানে যায়।এসময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দেশীয় তৈরি একটি একনলা বন্দুকসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।তিনি আরো বলেন,উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃ রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য,গ্রেফতারকৃত মোঃহারেস চলতি বছরের চাকমারকুল ক্যাম্পে নুর হাকিম হত্যা মামলার প্রধান আসামি।
.coxsbazartimes.com
Leave a Reply