মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

মুহিবুল্লাহ হত্যা : ২ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার আসামি মো. সলিম ও শওকত উল্লাহর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জেষ্ঠ্য বিচারিক হাকিম তামান্না ফারাহ এই আদেশ দেন।

২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং লাম্বাশিয়া ক্যাম্পে গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় এপিবিএন ও পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। যার মধ্যে ২ জনকে শনিবার বিকালে আদালতে সোর্পদ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত রোববার রিমান্ড আবেদনের শুনানীর দিন ধার্য্য করে। সকাল পৌণে ১১ টায় জেষ্ঠ্য বিচারিক হাকিম তামান্না ফারাহ’র আদালতে হাজির করা হয় ২ আসামিকে। শুনানী শেষে আদালত ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে।

এ ঘটনায় গ্রেপ্তার জিয়াউর রহমান ও আবদুস সালামকে এখনো পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888