শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের মসজিদে কথিত এক ‘উগ্রপন্থী সংগঠনের’ শতাধিক সদস্যের গোপন বৈঠক ভন্ডুল করেছে পুলিশ; এসময় অভিযানের টের পাওয়ায় সংগঠনটির পালিয়ে যাওয়া সদস্যদের ব্যবহৃত ৭২ জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে এপিবিএন।
আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) ১৬ এর অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার ১০ টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এ অভিযান চালানো হয়।
তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও গোপন বৈঠকে অংশ নেয়া উগ্রপন্থী সংগঠনটির পালিয়ে যাওয়া সদস্যদের ব্যবহৃত ৭২ জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে বলে জানান এপিবিএন এর এ কর্মকর্তা।
পুলিশ সুপার তারিকুল বলেন, মঙ্গলবার রাতে টেকনাফের ২১ নম্বর চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকের কাঁটাতারের সীমানা সংলগ্ন আমবাগান এলাকার মসজিদে কথিত এক উগ্রপন্থী সংগঠনের শতাধিক সদস্যের গোপন বৈঠকের খবর পেয়ে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে অভিযানের বিষয়টি টের পেয়ে সংগঠনটির বৈঠকে অংশ নেয়া সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
” এসময় মসজিদটি থেকে উদ্ধার করা হয় উগ্রপন্থী সংগঠনটির পালিয়ে যাওয়া সদস্যদের ব্যবহৃত ৭২ জোড়া স্যান্ডেল। “
এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, ” রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীল সৃষ্টিকারি কয়েকটি উগ্রপন্থী সংগঠন সক্রিয় রয়েছে। যারা নানা ইস্যুতে রোহিঙ্গাদের উসকে দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করে থাকে। “
এ ঘটনার পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন সদস্যদের টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
.coxsbazartimes.com
Leave a Reply