শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও আক্রান্ত উভয় বেড়েছে। গত একদিনে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে। একই সঙ্গে নতুন করে আরো ২৩৪ জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৭০ জন।
যদিও শনিবার (৩১ জুলাই) ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত ছিলো ১৮৫ জন।
কক্সবাজার সিভিল সার্জন অফিসের তথ্য মতে, রোববার (১ আগস্ট) নতুন করে আরো ২৩৪ জন করোনায় আক্রান্ত হয়ে আক্রান্তে হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ১২শতাংশে। আক্রান্ত মোট ১৮ হাজার ৭০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৯১ জন। এই পর্যন্ত সুস্থ হওয়ার হার ৮০ হার ১৯ শতাংশ, মৃত্যুহার ১ দশমিক ৩৪ শতাংশ। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৬৫৭ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৪৯৪ জন। মৃত্যু ১৮৪ জনের মধ্যে রোহিঙ্গা রয়েছে ২৯ জন। অন্যান্যদের মধ্যে কক্সবাজার সদরে ৮৯, রামুতে ১২, উখিয়ায় ১৫, চকরিয়ায় ২০, টেকনাফে ১৭, পেকুয়ায় ৫, কুতুবদিয়ায় ৩ এবং মহেশখালীতে ৪ জনের মৃত্যু হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply