রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফে বস্তাবন্দি শিশু হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও অনুদান প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’ কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত টেকনাফে নিখোঁজ মেয়ে শিশুর বস্তিাবন্দি মরদেহ উদ্ধার ৩৫ হাজার ইয়াবা সহ পুলিশ কনস্টেবল সহ আটক ২ সেনা কর্মকর্তারা ম্যাজিষ্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত : মব জাষ্টিস নিন্দনীয় ৪৮ মামলার আসামী জিয়াবুলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র উদ্ধার টেকনাফে ৩১ দখলদারের থাবায় ১৪ বছরে নিশ্চিহ্ন ৩০০ বছরের পুরোনো বৌদ্ধ বিহার আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে ১০ টি বসত ঘর

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে অন্তত ১০ টি বসত ঘর।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌণে ৭ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে।

ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহতের হয়নি এবং আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি বলে জানান তিনি।

স্থানীয়দের বরাতে সামছু-দৌজা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় উখিয়ার ৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এক ব্যক্তির বসত ঘরে আকস্মিক আগুন লেগে যায়। এতে আগুন দ্রুত আশপাশের আরো কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে।

“ খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনায় কেউ হতাহত না হলেও আগুনে পুড়েছে অন্তত ১০ টি বসত ঘর। ”

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, “ আগুন লাগার ঘটনায় এখনো ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ এবং আগুনের সূত্রপাতের কারণ জানা সম্ভব হয়নি। তবে প্রশাসনের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। এ নিয়ে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে আসার পর ক্ষয়ক্ষতির পরিমানসহ আগুন লাগার কারণ জানা যাবে। ”

আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের ( এপিবিএন ) অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইন-শৃংখলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মিরা আগুনের ঝুকি মুক্ত রাখতে ঘটনাস্থলে এখনো কাজ অব্যাহত রেখেছে।

এর আগে গত ২২ মার্চ উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে আগুন আশপাশের আরো ৩ টি ক্যাম্পে ছড়িয়ে পড়েছিল। এতে অন্তত ১০ সহস্রাধিক বসত ঘরসহ নানা স্থাপনা ভস্মিভুত হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888