শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে কালোবাজারির বিপুল পরিমাণ চাল, ডাল, তেল ও পাচারকাজে ব্যবহৃত ডাম্পার জব্দ করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা। এসময় ডাম্পারের হেলপার মোঃ ওমর সিদ্দিক (১৮) কে আটক করা হয়।
রোববার (১৮ জুলাই) দুপুরে এক বার্তায় এ তথ্যটি জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাইমুল হক।
তিনি জানান, উখিয়ার কুতুপালং ক্যাম্প ডি-৩ থেকে যাওয়ার সময় চেকপোষ্টে কর্তব্যরত এপিবিএন সদস্য ১টি ডাম্পার গাড়ির কাগজপত্র চেক করার জন্য থামাতে বলে। গাড়ি থামালেও চালক পালিয়ে যায়। এসময় গাড়ির হেলপার মোঃ ওমর সিদ্দিককে ধৃত করে তল্লাশী চালালে ৫০ কেজি ওজনের ৬৪ বস্তা চাল, ১ কেজি ওজনের ১ হাজার ২৮০ লিটার তেল ও ৪০ কেজি ওজনের ১ বস্তা ডাল উদ্ধার করা হয়। আটক হেলপার এসব কার মালামাল জিজ্ঞাসা করলে তার কোন সদুত্তোর দিতে পারেনি। এসময় পাচারকাজে ব্যবহৃত ডাম্পারটি জব্দ করা হয়।
‘আর আটক আসামি ও উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় অধিনায়ক মো. নাইমুল হক।’
.coxsbazartimes.com
Leave a Reply