শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারিতে লকডাউনের নির্দেশনা অমান্য করে টেকনাফে শরণার্থী শিবিরে ‘দোকান খোলা রাখার’ অভিযোগে চারজন রোহিঙ্গাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) ১৬ এর অধিনায়ক পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, বুধবার দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
অর্থদন্ড প্রাপ্তরা হল, টেকনাফের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের মোহাম্মদ ইউনুসের ছেলে মোহাম্মদ সাকের (৪০) ও দিলদার আহমদের ছেলে মোহাম্মদ হোসেন (২৭) এবং ক্যাম্পটির এ-৫ ব্লকের রশিদ আলমের ছেলে মোহাম্মদ আইয়ুব (১৯) ও আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াজ (৩৩)।
পুলিশ সুপার তারিকুল বলেন, দুপুরে টেকনাফের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে সিআইসি (ক্যাম্প ইনচার্জ) এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ক্যাম্পটির এ-১ এ এ-৫ ব্লকে লকডাউনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে ৪ জন রোহিঙ্গা দোকানীকে অর্থদন্ডের সাজা দেয়া হয়।
“ এসময় অভিযুক্ত দোকানীদের প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ”
তিনি জানান, নির্দেশনা অমান্যকারি অর্থদন্ডপ্রাপ্ত রোহিঙ্গাদের সতর্ক করে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী কড়া নজরদারির পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তারিকুল।
.coxsbazartimes.com
Leave a Reply