শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কঠোর লকডাউনে বিধি-নিষেধ অমান্য করে অহেতুক ঘরের বাইরে এসে ঘোরাঘুরি করার কারণে ২০৪ জনকে ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (০৫ জুলাই) দিনব্যাপি ৩০টি অভিযানে ১৯৯টি মামলায় এসব জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা।
তিনি বলেন, কঠোর লকডাউনের ৫ম দিনে বিধি-নিষেধ মানাতে পুরো জেলায় জেলা প্রশাসনের সমন্বয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে যারা অহেতুক ঘরের বাইরে এসে ঘোরাঘুরি ও অপ্রয়োজনীয় যানবাহন চালিয়েছে তাদেরকে দন্ডিত করা হয়েছে। কক্সবাজার জেলায় ৩০টি অভিযানে ১৯৯টি মামলা হয়েছে। এসব মামলায় ২০৪ জনকে দন্ডিত করে ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তবে কাউকে কারাদন্ড দেয়া হয়নি।
উল্লেখ্য, লকডাউনের গেত ৪ দিনে কক্সবাজারে ৮২৯ জনকে অর্থদণ্ড করা হয়েছে। জেলায় প্রথমবারের মতো ৩ জনকে দেওয়া হয়েছে কারাদণ্ড। এ পর্যন্ত প্রায় ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply