শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক : কঠোর লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নের ৩য় দিনেও কঠোর অবস্থানে কক্সবাজার প্রশাসন। শনিবার (০৩ জুলাই) শহরের প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান করছে সেনাবাহিনী, পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা।
শনিবার সকালে সরজমিনে দেখা যায়, শহরের পানবাজার এলাকায় যান কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, নৌ-বাহিনী ও আনসার সদস্যরা। তারা অপ্রয়োজনীয় যানবাহন আটককে ব্যবস্থা গ্রহণ করছেন। পাশাপাশি নানা অজুহাতে ঘরের বাইরে আসা মানুষদের সতর্ক করছেন। আবার অনেক সময় জরিমানাও করছেন।
শুধু প্রধান সড়কস্থ পানবাজার এলাকায় নয়; শহরের বিমানবন্দর সড়ক, হলিডে’র মোড়, জাম্বুর মোড়, কলাতলীর ডলফিন চত্বর, বাস টার্মিনাল ও লিংক রোডেও একই অবস্থা। এই পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা। তারা অপ্রয়োজনীয় যানবাহন আটকানোর পাশাপাশি ঘরের বাইরে এসে অহেতুক ঘোরাঘুরি করছে এমন লোকজনদেরও জরিমানার আওতায় আনছেন।
কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নপূর্বক করোনা প্রকোপ থেকে জেলাবাসীকে রক্ষায় বৃষ্টির মধ্যেও জেলা প্রশাসনের ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে ছিল। তাদের সঙ্গে কাজ করেছে জেলা পুলিশসহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। এই লকডাউনে যারা অকারণে বা খোঁড়া অজুহাতে ঘরের বাইরে বের হয়ে ঘোরাঘুরি ও অপ্রয়োজনে যানবাহন নিয়ে বের হচ্ছে তাদেরকেই মামলা ও জরিমানার আওতায় আনা হচ্ছে। তাই করোনা প্রতিরোধে সকলকে কঠোর লকডাউনের বিধি-নিষেধ মেনে চলতে হবে।
এদিকে কঠোর লকডাউন বিধি-নিষেধের দ্বিতীয় দিনে পর্যটন নগরী কক্সবাজারে ৩০টি অভিযানে ২১৪টি মামলায় ২১৮ জনকে দন্ডিত করা হয়েছে। এছাড়া জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৩৫০ টাকা। তবে কাউকে কারাদন্ড দেয়া হয়নি। এ তথ্যটি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইমরান জাহিদ খান।
উল্লেখ্য, কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার বিধিনিষেধ অমান্য করে ঘর থেকে বের হয়ে সড়কে ঘোরাঘুরি ও অযাচিত যানবাহন চলাচল করার কারণে ১৭২ জনকে দন্ডিত করা হয়েছে। এর মধ্যে ১৬১টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে ৯১ হাজার ৬৫০ টাকা।
.coxsbazartimes.com
Leave a Reply