রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ইয়াবা, স্বর্ণ ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়ায় এ অভিযান চালানো হয়।
আটক নুরুল আলম (৪৫) টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়ার মৃত নজির আহম্মেদের ছেলে।
উইং কমান্ডার আজিম বলেন, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফের সদর ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়ায় মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন মাদক কারবারি পালিয়ে গেলেও একজনকে আটক করতে করতে সক্ষম হয়।
” পরে আটক মাদক কারবারির সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশী করে পাওয়া যায় ৩২ হাজার ইয়াবা, ৫৭ ভরি স্বর্ণ এবং মাদক লেনদেনের ৪ লাখ ৫০ হাজার টাকা। “
র্যাবের এ কর্মকর্তা বলেন, ” আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা সংঘবদ্ধ চক্র গড়ে তুলে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত থেকে মাদকের চালান সংগ্রহ করে আসছিল। সংগৃহিত এসব মাদক কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম আহমেদ।
.coxsbazartimes.com
Leave a Reply