শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা শহরের ঈদের জামাত কেবল মাত্র মসজিদে অনুষ্ঠিত হবে। ঈদ জামাত প্রস্তুতি কমিটির সভায় এমন সিদ্ধান্তত গ্রহণ করা হয়েছে।
বুধবার শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগম, ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিদ্দিকী সহ জেলা সদরের প্রধান মসজিদের খতিব ও ইমামগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে জেলাবাসী সহ উপস্থিত সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। ঈদের জামাতে আসার সময় নিজ নিজ বাসা থেকে অযু করে জায়নামাজ নিয়ে মাস্ক পরিধান করে কাতারে দাড়ানোর সময় অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থদের সেবায় নিয়োজিতদের ঈদের জামাতে অংশগ্রহণ থেকে বিরত থাকা ও জামাত শেষে কোলাকুলি, পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত ঈদগাহে না করে মসজিদে আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। জেলা শহরের প্রধান প্রধান মসজিদে নিম্নোক্ত সময়সূচীতে নামাজ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।
১ম জামাত সকাল ৮ টা, ২য় জামাত সকাল ৮.৩০ মিনিট এবং ৩য় জামাত সকাল ৯ টা,
সকাল ৯ টা,
১ম জামাত সকাল ৮ টা, ২য় জমাত ৮.৩০ মিনিট ও ৩য় জামাত ৯ টা,
১ম জামাত সকাল ৮ টা ও ২য় জামাত ৯ টা,
১ম জামাত সকাল ৮.৩০ মিনিট, ২য় জামাত সকাল ৯ টা ও ৩য় জামাত সকাল ৯.৩০ মিনিট।
.coxsbazartimes.com
Leave a Reply