শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারি পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। তবে অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহনের নিয়োজিত সার্ভিস ট্রলারগুলোকে চলাচল করবে । স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে এ নৌপথে চলাচলকারী সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।
বুধবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। তিনি জানান, স্বাভাবিকভাবে প্রতিবছর ৩১ মার্চ পর্যন্ত পর্যটকবাহি জাহাজ চলাচল করে থাকে। অনেক সময় এই সময়সীমা ১৫ দিন বাড়ানো হয়। কিন্তু করোনার কারণে এবার তা সম্ভব হচ্ছে। তাই স্বাভাবিক নিয়মে ১ এপ্রিল থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে।
অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয় (বিআইডব্লিটিএ) টেকনাফে স্টেশনের সমন্বয় কর্মকর্তা আমজাদ হোসেন, গত বছরের ১২ নভেম্বর থেকে এ নৌপথে পর্যটক পরিবহনের জন্য বিভিন্ন মেয়াদে আটটি জাহাজকে অনুমোদন দেওয়া হয়েছিল। জাহাজগুলো হল-
গ্রীন লাইন-১, বে ক্রুজ, এমভি পারিজাত, এমভি অ্যাটলান্টিক ক্রুজ, এমভি ফারহান-১,
কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও এমভি শহীদ সালাম। এরমধ্যে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও এমভি শহীদ সালামের অনুমতি থাকলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply