শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের মৌলভী পাড়া থেকে ৫ হাজার ইয়াবা, নগদ সাড়ে ৩৭ লাখ টাকা উদ্ধার করেছে র্যাব ১৫।
বৃহস্পতিবার রাতে সদর ইউপি মৌলভী পাড়া থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এতে পলাতক আসামি হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার মৃত হাসান শরীফের ছেলে সৈয়দ হোসেন (৩৭)।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব ১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মৌলভী পাড়া সৈয়দ হোসেনের বাড়ির পাশ্বে মাদক কারবারিরা ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযানে যায়।র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারি একটি শপিং ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে শপিং ব্যাগ তল্লাশি করে ৫ হাজার ইয়াবা, মাদক বিক্রির নগদ সাড়ে ৩৭লাখ টাকা, দুটি ব্যাংক চেকবই ও দুটি ব্লাংক চেক উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে উপস্থিত স্বাক্ষীরা জানায় পালিয়ে যাওয়ার পরিচয় সৈয়দ হোসেন পিতা মৃত হাসান শরীফ। পলাতক আসামির বিরুদ্ধে থানায় খুন, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। উদ্ধারকৃত নগদ টাকা ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply