শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ ধাপে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভা নির্বাচনের তপশীল মতে শেষদিনে মোট ১১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে মেয়র পদে ৯ জন, কাউন্সিলার পদে ৮৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রাপ্ত তথ্য মতে, মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলার পদে ৩১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এতে মেয়র পদে মনোনয়ন প্রার্থীরা হলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মকছুদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী সরওয়ার আজম (সাবেক মেয়র), মর্জিনা আকতার, মো. আমজাদ হোসেন ও মো. শাহজাহান।
এদের মধ্যে মো. শাহজাহান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন।
চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলার পদে ৫৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এতে মেয়র পদে মনোনয়ন প্রার্থীরা হলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী, জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ মোনোয়ার আলম এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জিয়াবুল হক ও মোহাম্মদ ফয়সাল উদ্দিন সিদ্দিকী।
ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচনের তপশীল মতে, আজ শুক্রবার সকল পদের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২৪ মার্চ। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল।
.coxsbazartimes.com
Leave a Reply