রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১ পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করলেন ছাত্রদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’ রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক টেকনাফের পাহাড়ে জেল ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে ৭ লাখ টাকা মালামাল নিলামে সর্বোচ্চ ডাককারি স্থল বন্দরের বিশিষ্ট আমদানি ও রপ্তানি কারক সিআইপি ওমর ফারুক টেকনাফের নিকটবর্তী মিয়ানমারের ‘লালদিয়া’ নিয়ন্ত্রণে তীব্র সংঘাত : গুলি আসছে স্থলবন্দর ও আশে-পাশের এলাকায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেদ হত্যা মামলায় গ্রেপ্তার

কক্সবাজারের ১৫ ইউনিয়নে ৯৮৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

চেয়ারম্যান ৭৯ জন, সংরক্ষিত নারী সদস্য ২১৩ জন, সাধারণ সদস্য ৬৬০ জন

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ৪ উপজেলার ১৫ ইউনিয়নের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মোট ৯৮৫ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। যার মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১১২ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ২১৩ জন ও সাধারণ সদস্য প্রার্থী ৬৬০ জন।

মহেশখালী উপজেলার ৩ ইউপিতে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৬৬ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৩ জন, মেম্বার পদে ১৮৮ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৪৫ জন।

কুতুবদিয়া উপজেলার ৬ ইউপিতে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৪২ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৫ জন, মেম্বার পদে ২৩১ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৭৬ জন।

পেকুয়ার টইটং ইউপিতে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬৪ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, মেম্বার পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২ জন।

টেকনাফের ৫ ইউপিতে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫০১ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৫ জন, মেম্বার পদে ৩৮৬ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৮০ জন।

মহেশখালী উপজেলা:
হোয়ানকে চেয়ারম্যান পদে ১৫ জন, মেম্বার পদে ৬৩ এবং সংরক্ষিত মহিলা ১৪ জন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন, মোস্তাফা কামাল (আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রাথী), স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান, এনামুল করিম, মোছলেম উদ্দিন, আব্দুর রহিম, রুহুল আমিন বাবুল, শাহনেওয়াজ সালাউদ্দিন, মাহাবুব আলম, মোহাম্মদ মহিউদ্দিন ইলাহী, আনচারুল করিম, মোহাম্মদ ফিরোজ ওয়াহিদ, ওয়াজেদ আলী মুরাদ, মোঃ মির কাসেম, এম. আব্দুল মতিন ও হাবীববুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

মাতারবাড়িতে চেয়ারম্যান পদে ১২ জন মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া মেম্বার পদে ৬২ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, আবু হায়দার (আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রাথী), স্বতন্ত্র প্রার্থী মোঃ কাউচার, সেলিম কুতুব উদ্দীন, মোঃ হারুন, মুজিবুল হক, এনামুল হক, ওসমান গণি, আব্দুর ছাত্তার, এ. কে খান, মোঃ রুহুল আমিন, মোস্তাক আহমদ, মাস্টার মোহাম্মদ উল্লাহ ও মোঃ ইলিয়াছ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

কুতুবজোমে চেয়ারম্যান পদে ৬ জন মেম্বার পদে ৬৩ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, মোশারফ হোসেন খোকন (স্বতন্ত্র), শহিদুল ইসলাম মুন্না (জাতীয় পার্টি), মোঃ শেখ কামাল (আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রাথী), মোঃ জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র), নুরুল আমিন খোকা (স্বতন্ত্র) ও একরামুল হক (স্বতন্ত্র)।

পেকুয়া :

পেকুয়ার টইটং ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া মেম্বার পদে ৪৩ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২ জন রয়েছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, জাহেদুল ইসলাম (আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রাথী), শামীমা নাসরীন সাইমা (স্বতন্ত্র), কফিল উদ্দীন (স্বতন্ত্র), সাহাদাৎ হোসাইন (স্বতন্ত্র), মোসলেম উদ্দীন (স্বতন্ত্র) সাহাব উদ্দীন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), নুরুল আমিন (স্বতন্ত্র) এস এম জুবাইদুল্লাহ লিটন (স্বতন্ত্র) ও মোঃ শহিদুল্লাহ (স্বতন্ত্র)।

টেকনাফ:

টেকনাফের হ্নীলায় চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া মেম্বার পদে ৯২ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৬ জন মনোনয়ন দাখিল করেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, ১. রাশেদ মাহমুদ (আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রাথী), কামাল উদ্দিন আহমদ (স্বতন্ত্র), আলী হোসইন (স্বতন্ত্র) ও নুরুল হোসাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

সাবরাংয়ে চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া মেম্বার পদে ৯২ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৭ জন মনোনয়ন দাখিল করেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, সোনা আলী (আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রাথী), নুরুল হক (স্বতন্ত্র), নুরু হোসেন (স্বতন্ত্র), হাবিবুর রহমান (স্বতন্ত্র), সোলতান আহমদ (স্বতন্ত্র) ও মোঃ ঈসমাইল (স্বতন্ত্র)।

সেন্টমার্টিনে চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া মেম্বার পদে ২৮ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৯ জন মনোনয়ন দাখিল করেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, নূর আহমদ (স্বতন্ত্র), আবদুর রহমান (স্বতন্ত্র), ফিরোজ আহমদ (স্বতন্ত্র), মোঃ কেফায়াত উল্লাহ (স্বতন্ত্র), মোঃ মুজিবুর রহমান (আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রাথী) ও মো: জাহিদ হোসেন (স্বতন্ত্র)।

টেকনাফ সদরে চেয়ারম্যান পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া মেম্বার পদে ৫৯ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২ জন মনোনয়ন দাখিল করেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, আবু ছৈয়দ (আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী), জিয়াউর রহমান জিহাদ (স্বতন্ত্র), আবদুর রহমান (স্বতন্ত্র), ৪. হাফেজ আহমদ (স্বতন্ত্র), মো: ফারুক আলম (স্বতন্ত্র), সাবের আহমদ (স্বতন্ত্র), শাহজাহান মিয়া (স্বতন্ত্র), হোসাইন আহমদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), দিদার মিয়া (স্বতন্ত্র), মোঃ আব্দুল ওয়াজেদ (জাতীয় পার্টি), আবদুল্লাহ (স্বতন্ত্র) ও নুরুল আফসার (স্বতন্ত্র)।

হোয়াইক্যংয়ে চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেম্বার পদে ১১৫ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২৬ জন মনোনয়ন দাখিল করেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, মোঃ ফরিদুল আলম (স্বতন্ত্র), ফরিদুল আলম (স্বতন্ত্র), নূর আহমদ আনোয়ারী (স্বতন্ত্র), নুরুল হোসাইন সিদ্দিকী (স্বতন্ত্র), আলমগীর চৌধুরী (স্বতন্ত্র), আবদুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও আজিজুল হক (আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী)।

॥ কুতুবদিয়া ॥

কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য (মেম্বার) পদে মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের জমা করেছে প্রার্থীরা। উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৫ জন মনোনয়ন ফরম জমা করেছে। সংরক্ষিত মহিলা ১৮টি পদের জন্য জন, সাধারণ সদস্য মেম্বার পদে ৫৪টি পদের জন্য জন মনোনয়ন ফরম জমা করেছে।

কুতুবদিয়া উপজেলা নিবার্চন অফিসার মোঃ জামসেদুল ইসলাম জানান, ১নং উত্তর ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ৬ জন মনোনয়নপত্র জমা করেছে। এরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের ইয়াহিয়া খান কুতুবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে দেলোয়ার হোসাইন, স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজদ্দৌল্লাহ, স্বতন্ত্রপ্রার্থী আসাদুল করিম, শাহরিয়ার, মোঃ আবদুল হালিম, সংরক্ষিত মহিলা পদে মনোনয়নপত্র জমা করেছেন ১৭জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৩জন।

দক্ষিণ ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ৫জন মনোনয়নপত্র জমা করেছেন। এরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মোঃ আজম সিকদার,ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা) মো. হামিদ উল্লাহ, স্বতন্ত্রপ্রার্থী যথাক্রমে বর্তমান চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ, আবু আক্কাস, সংরক্ষিত মহিলা পদে মনোনয়নপত্র জমা করেন ১২জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩২জন।

লেমশীখালী ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়নপত্র জমা করেছে ৮জন। এরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে রেজাউল করিম, বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে এডভোকেট ফিরোজ আহমদ, স্বতন্ত্রপ্রার্থী যথাক্রমে বর্তমান চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন,আবদুল মজিদ, রমিজ আহমদ কুতুবী, মোঃ শরীফ, সরোয়ার আলম, ওয়াকি মনি বেগম, সংরক্ষিত মহিলা পদে মনোনয়নপত্র জমা করেছে ১৪ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৪ জন।

কৈয়ারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেন ৬ জন। এরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আজমগীর মাতবর, স্বতন্ত্রপ্রার্থী যথাক্রমে বর্তমান চেয়ারম্যান জালাল আহমদ, আবু মুছা কুতুবী, ওহিদুল ইসলাম ওয়াহিদ, মনোয়ারুল ইসলাম চৌধূরী, জাহেদুল ইসলাম চৌধূরী, সংরক্ষিত মহিলা পদে মনোয়নয়পত্র জমা করেন ১০ জন, সাধারণ সদস্য (মেম্বার)পদে ৩০জন।

বড়ঘোপ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেন ৬জন, এরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে আক্কাস উদ্দিন, স্বতন্ত্রপ্রার্থী যথাক্রমে বর্তমান চেয়ারম্যান আ,ন,ম, শহীদ উদ্দিন ছোটন, আলহাজ্ব ছাবের আহমদ, তৌহিদুল ইসলাম খোকন, তানভির মাহমুদ, সংরক্ষিত মহিলা পদে মনোনয়নপত্র জমা করেছে ১১জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩৮জন।

আলী আকবর ডেইল ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেছে ৪ জন, এরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে মো. ইদ্রিচ, স্বতস্ত্রপ্রার্থী যথাক্রমে সাবেক চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী, আবদুল লতিফ, সংরক্ষিত মহিলা পদে মনোনয়নপত্র জমা করেন ১২ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৪ জন।

কুতুবদিয়া উপজেলা নিবার্চন অফিস আরো জানান, এ বারের ইউনিয়ন পরিষদ নিবার্চনে বড়ঘোপ, আলী আকবর ডেইল ও উত্তর ধুরুং ইউনিয়নের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন নিজেই (উপজেলা নিবার্চন অফিসার মোঃ জামসেদুল ইসলাম)।

দক্ষিণ ধুরুং ইউনিয়নে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন যাচ্ছেন, কুতুবদিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ফাহিম হাসান, লেমশীখালী ইউনিয়নের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আমজাদ হোসেন, কৈয়ারবিল ইউনিয়নে রিটার্নিং অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান দেওয়ানজী।

কুতুবদিয়া উপজেলার প্রত্যক ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য,সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীরা মনোনয়ন ফরম ক্রয় করার জন্য উপজেলা সদর সরগরম। এ নিবার্চনে আওয়ামী লীগ কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দলীয় প্রতীক নৌকায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী নিবার্চন করে যাচ্ছে। কিন্তুু অন্যান্য দল বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নিবার্চন করে যাচ্ছে। বিগত ২০১৬ সনের ২২মার্চ কুতুবদিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের নিবার্চন স¤পন্ন হয়। ঐ নিবার্চনে নিবার্চিত চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বারদের মেয়াদ ২০২১ মার্চ শেষ হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888