শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখা আয়োজন করতে যাচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা।
আগামী ১৬ই মার্চ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে লালদিঘীর পূর্বপাড়স্থ দলীয় কার্যালয়ে আবৃত্তি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা চার গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে। প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ‘ক’ গ্রুপে আবৃত্তি (সাবাশ মুজিবর) ও চিত্রাংকন (যেমন খুশি), চতুর্থ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ‘খ’ গ্রুপে আবৃত্তি (মুজিব মানে মুক্তি) ও চিত্রাংকন (বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ), অষ্টম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ‘গ’ গ্রুপে আবৃত্তি (আমি আজ কারো রক্ত চাইতে আসিনি), চিত্রাংকন (বঙ্গবন্ধুর প্রতিকৃতি) ও রচনা (বঙ্গবন্ধু ও বাংলাদেশ, ৫০০ শব্দের মধ্যে) এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের নিয়ে ‘ঘ’ গ্রুপে আবৃত্তি (উন্মুক্ত) ও রচনা (ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার অবদান, ৭০০ শব্দের মধ্যে) প্রতিযোগিতা অনুষ্টিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহনেচ্ছুক প্রতিযোগিদের আগামী ১৫ মার্চের মধ্যে মুঠোফোনে নাম জমা দেওয়ার আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন কবির। নাম জমা দেওয়া যাবে হেলাল উদ্দিন কবির-০১৮১৯৫২০০৩৮, ফরহাদ ইকবাল-০১৮১৯৫৩৯২১৩, মাহবুবুর রহমান-০১৮১৮০৬৭০৭৭, শাহ নিয়াজ-০১৮১৩১৬৭২৯০।
.coxsbazartimes.com
Leave a Reply