শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের লেদা শরনার্থী শিবির এলাকা থেকে অপহরণের সাড়ে বিশ ঘন্টা পর অপহৃত এক রোহিঙ্গা ব্যক্তিকে উদ্ধার করেছে (এপিবিএন)পুলিশ সদস্যরা।
১৪ফেব্রুয়ারি রোববার রাতে হ্নীলা ইউপি লেদা ২৫নম্বর শরনার্থী শিবির সংলগ্ন পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার রোহিঙ্গা হলেন,হ্নীলা ইউনিয়নের লেদা শরনার্থী শিবিরের ব্লক-ডি/১৫, এফসিএন-২৫৬০৭০,ঘর নম্বর২৫-এর বাসিন্দা খুইল্লা মিয়ার ছেলে জাফর আহমেদ(৩৫)।সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম।তিনি বলেন,শনিবার রাতে একদল অজ্ঞাতনামা দুস্কৃতকারী জাফর আহমেদকে তার ঘর থেকে অপহরণ করে পার্শ্বর্তী পাহাড়ের দিকে নিয়ে যায়।বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করে।ঘটনার পর থেকে আলীখালী ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন।অভিযানের একপর্যায়ে পাহাড়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে জাফর আহমেদকে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়৷পুলিশ অপহৃত জাফর আহমেদকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়।তিনি আরো বলেন,উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য,গত ১৩ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ১২টা২০মিনিটের দিকে লেদা২৫নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি/১৫, এফসিএন-২৫৬০৭০,ঘর হতে একদল অজ্ঞাতনামা দুস্কৃতকারী রোহিঙ্গা ব্যক্তি জাফর আহমেদকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়।
.coxsbazartimes.com
Leave a Reply