মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফে নাফনদীতে বিজিবি ও মাদক পাচারকারীদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক ইয়াবা পাচারকারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৫২হাজার ইয়াবা,একটি দেশীয় তৈরি লম্বা বন্দুক ,এক রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোররাতে শাহপরীরদ্বীপ বিওপি দক্ষিণে নাফনদী গোলারচর পয়েন্ট এ ঘটনা ঘটে।মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি।)
তিনি বলেন,শাহপরীর দ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৪হতে ৭০০গজ দক্ষিণে গোলারচর পয়েন্ট দিয়ে দুইজন লোক হস্তচালিত নৌকা নিয়ে অনুপ্রবেশ করতে দেখে।বিজিবি টহলদলের সদস্যরা কৌশলী অবস্থান নেয়।ওই সময় দূর থেকে দুইজন সন্দেহজনক ব্যক্তিকে হস্তচালিত কাঠের নৌকাযোগে শূন্য রেখা অতিক্রম করে নাফনদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি লক্ষ্য করা মাত্রই সশস্ত্র ইয়াবা পাচারকারীরা অতর্কিতভাবে গুলি চালায়।এতে বিজিবি এক সদস্য আহত হন।আত্মরক্ষার্থে বিজিবি ও পাল্টা গুলি চালালে একজন পাচারকারী গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায় এবং অপরজন নদীতে ঝাঁপ দিয়ে সাতঁরিয়ে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়।গুলাগুলি থামার পর নৌকা তল্লাশি করে৫২হাজার ইয়াবা,একটি দেশীয় তৈরি লম্বা বন্দুক পাওয়া যায়।আহত বিজিবি সদস্যকে উপজেলা স্থাস্থকমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।সকালে জালিয়াপাড়া বিজিবি পোষ্টের সদস্যরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারে নাফনদীর কিনারায় একটি গুলিবিদ্ধ লাশ পড়ে আছে।এমন তথ্যে টহলদল উক্ত এলাকায় গিয়ে একটি অজ্ঞাতনামা গুলিবিদ্ধ লাশ এবং একটি কার্তুজের খালি খোসা দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন।নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply