শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : শিশু বলাৎকারের ঘটনায় মনছুর আলম (৪০) নামের এক মৌলভীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। রায়ে বলা হয়েছে অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হবে।
রোববার কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ জজ) জেবুন্নাহার আয়শা এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মৌলভী মনছুর আলম (৪০) কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়ার আবদুল মজিদ এর পুত্র।
কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ২০১৮ সালের ৭ জুলাই রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছেংছড়ি গ্রামের এক শিশু দোছড়ি জামে মসজিদে রাতে অন্যান্যদের সাথে মৌলভী মনছুর আলমের কাছ থেকে কোরআন শিক্ষা নিয়ে মসজিদে ঘুমিয়ে পড়ে। পরে রাত সাড়ে ১২ টার দিকে মাওলানা মনছুর আলম শিশুটিকে জোরপূর্বক বলৎকার করে। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে মনছুর আলমকে আসামী করে রামু থানায় ২০১৮ সালের ১০ জুলাই একটি মামলা দায়ের করেন। মামলায় মনছুর আলম ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় নিজে দোষ স্বীকার করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দেন। ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারী এ মামলার অভিযোগ গঠন করে ১০ জন সাক্ষী, আসামীপক্ষে ৫ জন সাফাইসাক্ষী নেওয়া হয়। জেরা, যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক মামলায় উক্ত রায় ঘোষনা করেন।
.coxsbazartimes.com
Leave a Reply