শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেকনাফে করোনাভাইরাসের টিকার উদ্বুদ্ধকরণে সভা অনুষ্ঠিত

টেকনাফ প্রতিনিধি : টেকনাফে কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকার উদ্বুদ্ধকরণে প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ও প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চিকিৎসক টিটু চন্দ্র শীলের সঞালনায় সভা অনুষ্ঠিত।

সভায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম, একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী, হ্নীলার ইউপির চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, সাংবাদিক গিয়াস উদ্দিন ও সাইফুদ্দিন মোঃ মামুন প্রমূখ।

চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, গতবছরের ১৭ এপ্রিল প্রথমকরোনা রোগী শনাক্ত হয়েছিল টেকনাফে। এরপর চিকিৎসক, পুলিশ-র্যাব-বিজিবি, সরকারি- কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণসহ অধ্যবধি উপজেলায় ৫৩৬জন রোগীকে সনাক্ত করা হয়। এরমধ্যে ৯জন মারা গেছে। ৫২০জন সুস্থ হলেও বর্তমানে ৬জন চিকিৎসাধীন রয়েছেন। সরকার সকলের সুরক্ষা স্বার্থে বিভিন্ন রাষ্ট্র থেকে চড়া দামে টিকা সংগ্রহ করে সকলকে পর্যাক্রমে আওতায় আনার চেষ্টা করছেন। তবে রেজিস্ট্রেশন ছাড়াই কাউকে এ টিকার আওতায় আনা হবে না। প্রাথমিক পর্যায়ে টেকনাফ উপজেলার জন্য সাড়ে তিন হাজারের মতো টিকা পাওয়া গেছে।

ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আপনারা যারা এখনো করোনাভাইরাসের টিকা পাওয়ার জন্য নাম-ঠিকানা জমা দেননি তারা অবশ্যই টিকা পাওয়ার জন্য রেজিষ্ট্রেশন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরাবরে জমা দিবেন। আর যারা টিকা নিতে ইচ্ছুক নই তাদের থেকে অবশ্যই লিখিত ভাবে টিকা দেওয়ার দায়িত্বে নিয়োজিতদের জানাতে হবে।

উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, স্ব স্ব ইউনিয়ন পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে টিকার গুরুত্বের পাশাপাশি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য উদ্বুদ্ধ করে প্রচার প্রচারণা চালানো আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888