রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ

এডভোকেট শাহ নওয়াজ আহমদ জাহাঙ্গীর ছিলেন সাংবাদিকতার বাতিঘর

নিজস্ব প্রতিবেদক : এডভোকেট শাহ নওয়াজ আহমদ জাহাঙ্গীর ছিলেন সাংবাদিকতার বাতিঘর। তিনি একাধারে সাংবাদিক, আইনজীবী ও লেখক ছিলেন। তিনি সাংবাদিক হিসেবে সাংবাদিকতায় পেশাদারিত্ব আনার চেষ্টা করেছিলেন। ব্যক্তি হিসেবে তিনি সময় জ্ঞান, সুশৃঙ্খল, বিনয়ী ও সার্বজনীন ছিলেন এবং সব সময় সত্য কথা বলতে দিধাবোধ করতেন না। তিনি নীতি নৈতিকতায় আপোষহীন, পিতা এবং শিক্ষক হিসেবেও সফল ছিলেন। এডভোকেট শাহ নওয়াজ আহমদ জাহাঙ্গীর ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সদস্য।

মঙ্গলবার (২ ফ্রেবুয়ারী) সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাব আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলামের সঞ্চালনায় শোক সভা ও দোয়া মাহফিলে স্মৃতি চরণ করেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, এডভোকেট শাহ নওয়াজ আহমদ জাহাঙ্গীরের বড় ছেলে বাংলাদেশ নৌবাহিনীর কমোডর মাসুদ ইকবাল, কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি বদিউল আলম, সাবেক সভাপতি মোহাম্মদ মাহবুবর রহমান, সহসভাপতি মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার আদালতের সিনিয়র আইনজীবী ও কলামিস্ট মোহাম্মদ জাহাঙ্গীর, কক্সবাজার প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মুহম্মদ নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ এডভোকেট আয়াছুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন আহমদ, এডভোকেট ফরিদুল আলম (পিপি), কামাল হোসেন আজাদ, এডভোকেট মুহাম্মদ আবু ছিদ্দিক ওসমানী, ফরহাদ ইকবাল, হাসানুর রশীদ।

তাঁর জীবনালেখ্য নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হবে বলে ঘোষণা দেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী।

পৌরসভার মেয়র মুজিবুর রহমান জানান, এডভোকেট শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীরের নামে কি করা যায় তার পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমরা তার স্মৃতি ধরে রাখতে সব কিছু করতে প্রস্তুত।

উল্লেখ্য, শাহ নওয়াজ আহমদ জাহাঙ্গীর গত রবিবার (৩১ জানুয়ারী) দুপুর পৌনে ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২ ছেলে ও ১ মেয়ের গর্বিত পিতা শাহ নওয়াজ আহমদ জাহাঙ্গীর কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতাল সংলগ্ন নুর কমপ্লেক্সের এডভোকেট নজির আহমদের ছেলে।

১৯৭৫ সালে কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালের ১২ সদস্যদের মধ্যে প্রথম অবস্থানে শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীর। সাংবাদিকতাকালে বিভিন্ন ইংরেজি দৈনিক ও সংবাদ সংস্থায় দক্ষতার সঙ্গে কাজ করেছেন। কর্মজীবনে তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন। ১৯৬৮ সালের ১৮ নভেম্বর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য হিসাবে যোগদান করেন শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীর। প্রায় ৩৪ বছরের আইন পেশায় আদালঙ্গণে গ্রহণযোগ্যতার শীর্ষে ছিলেন। পেশাগত জীবনে তার কোন দূর্নাম ছিলনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888