শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রামুতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকালে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক জেবুন্নেছা আয়েশা এ আদেশ দেন বলে জানান আদালতটির স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান।
রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
সাজাপ্রাপ্ত আসামী আনোয়ার হোসেন (২৩) রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে।
পিপি রেজাউর বলেন, গত ২০১৭ সালের ১৯ অক্টোবর রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় ১০ বছর বয়সী এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেনকে একমাত্র আসামী করে রামু থানায় মামলা দায়ের করেন।
“ পরে বিগত ২০১৯ সালের ১১ মার্চ আদালত চার্জগঠন করেন। এতে ৭ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্যদান করেন। ”
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, “ দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বৃহস্পতিবার বিকালে আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড এবং শিশুটির ক্ষতিগ্রস্ত পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দিয়েছেন। এছাড়া ক্ষতিপূরণ অনাদায়ে আসামীকে আরো এক বছর সাজার আদেশও দেয়া হয়েছে। ”
.coxsbazartimes.com
Leave a Reply